জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসর। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট, সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক, সেরা অভিনেত্রী এমা স্টোন এবং সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জিতেছেন ড্যানিয়েল চ্যাজেল।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল। পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখায় এবিসি নেটওয়ার্ক।
এক নজরে দেখে নিন কারা পেলেন এবারের অস্কার পুরস্কার
সেরা ছবি : মুনলাইট
সেরা পরিচালক : ড্যামিয়েন শ্যাজেল (লা লা ল্যান্ড)
সেরা অভিনেতা : কেসি অ্যাফ্লেক
সেরা অভিনেত্রী : এমা স্টোন
সেরা পার্শ্ব অভিনেতা : মাহারশালা আলী (মুনলাইট)
সেরা পার্শ্ব অভিনেত্রী : ভায়োলা ডেভিস (ফেঞ্চেস)
কস্টিউম ডিজাইন : ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম
ডকুমেন্টারি ফিচার : ও.জে. : মেইড ইন আমেরিকা
মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং : সুইসাইড স্কোয়াড
শব্দ সম্পাদনা : অ্যারাইভাল
ডকুমেন্টারি শর্ট : দ্য হোয়াইট হেলমেটস
অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে : মুনলাইট
অ্যানিমেটেড ফিচার : জুটোপিয়া
অ্যানিমেটেড শর্ট : পাইপার
ভিজ্যুয়াল ইফেক্টস : দ্য জাংগল বুক
সেরা বিদেশি ছবি : দ্য সেলসম্যান
সিনেমাস্কোপ : লা লা ল্যান্ড
সেরা গান : সিটি অব স্টারস (লা লা ল্যান্ড)
সেরা সিনেমাটোগ্রাফি : লা লা ল্যান্ড
সেরা প্রোডাকশন ডিজাইন : লা লা ল্যান্ড
মৌলিক চিত্রনাট্য : ম্যানচেস্টার বাই দ্য সি
ছবি সম্পাদনা : হেকসো রিজ
শব্দ মিশ্রণ : হ্যাকসো রিজ
সুত্র: দ্য রিপোর্ট