ম্যানচেস্টার সিটির সাথে এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহো। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
৩৪ বছর বয়সী ফার্নান্দিনহোর সাথে বর্তমান চুক্তিটি চলতি মৌসুমেই শেষ হয়ে যাবার কথা ছিল। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত তিনি ইতিহাদ স্টেডিয়ামেই থাকবেন।
২০১৩ সালে শাকতার দোনেস্ক থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে সিটিতে আসার পর থেকেই ইংলিশ জায়ান্ট ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন ফার্নান্দিনহো। নতুন চুক্তি প্রসঙ্গে ফার্নান্দিনহো বলেছেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। সিটিতে আমি আমার ফুটবল ক্যারিয়ারের প্রতিটি মুহূর্ত দারুন উপভোগ করেছি। ক্লাব এবং সমর্থকদের সাথে এই ধরনের অর্থপূর্ণ সম্পর্ক হবে আমি প্রত্যাশাও করিনি। কিন্তু তাই হয়েছে, এজন্য আমি প্রতিটি দিনের জন্য সকলের কাছে কৃতজ্ঞ।’
প্রাথমিক ভাবে ফার্নান্দিনহো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সিটিতে যোগ দিয়েছিলেন। তবে সিটির রক্ষনভাগে খেলোয়াড় ঘাটতির কারনে এবারের মৌসুমে বেশীরভাগ সময়ই তিনি সেন্টার-ব্যাক হিসেবে খেলেছেন।
সিটিতে যোগ দেবার পর থেকে ফার্নান্দিনহো তিনটি প্রিমিয়ার লিগ ও চারটি ইংলিশ লিগ কাপ শিরোপা জয় করেছেন। তবে ইনজুরির কারনে গত মৌসুমে এফএ কাপের ফাইনালে তিনি খেলতে পারেননি।
আজকের বাজার/লুৎফর রহমান