ইসরাইলের সাধারণ নির্বাচনে সোমবার ভোট গ্রহণ শুরু হয়েছে। বিগত ১২ মাসের মধ্যে দেশটিতে এটি তৃতীয় নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির রাজনৈতিক সংকট নিরসনের এবং তার ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছেন।
খবরে বলা হয়, ইসরাইলের এই নির্বাচনে ৬৪ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং মধ্যপন্থী জোট ব্লু এ্যান্ড হোয়াইট জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে উভয় দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে করা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান