২০১৬ সালের ডিসেম্বরে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ভিডিও সুবিধা চালু করার পর থেকে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই অ্যাপটি। গত বছরের ডিসেম্বর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে মোট ১৭ হাজার মিলিয়ন ভিডিও কল করা হয়েছে ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে।
এই সংখ্যা গত বছরে করা ভিডিও কলের সংখ্যার দ্বিগুণ। এক ব্লগ বার্তায় ফেসবুক এ তথ্য জানিয়েছে।
মেসেঞ্জার সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করেছে ফেসবুক। এবছর মেসেঞ্জারে চ্যাট করার সময় ইউজাররা ৫০,০০০ কোটি ইমোজি ও ১,৮০০ কোটি জিআইএফ ব্যবহার করেছে। প্রতিদিন গড়ে ৭০০ কোটি ভিডিও কল করা হয়েছে। একেকটি গ্রুপ ভিডিও চ্যাটে গড়ে ১০ জন মানুষ অংশগ্রহণ করে।
স্কাইপ ও হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাটের বিকল্প হিসেবে গত বছরের শেষে সুবিধাটি চালু করে ফেসবুক। হোয়াটসঅ্যাপ-এর মালিক ফেসবুক হলেও, স্কাইপের মালিক মাইক্রোসফট।
মাইক্রোসফট স্কাইপ ব্যবহার করে এবছর কতগুলো কল করার হয়েছে সেই তথ্য প্রকাশ করেনি। অ্যাপলের ভিডিও চ্যাট সার্ভিস ফেসটাইম সম্পর্কেও এসব তথ্য জানা যায় না।ৎ
তবে এবছর মেসেঞ্জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ছিল অ্যাপটির হালকা সংস্করণ মেসেঞ্জার লাইট মুক্তি দেয়া। মেসেঞ্জার লাইটে মূল অ্যাপটির সব সুবিধা ব্যবহার করা না গেলেও এটি ইন্টারনেট ডাটা সাশ্রয় করে। স্মার্টফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া অনেকের কাছে একটি বিরাট সমস্যা। মেসেঞ্জার লাইট ফোনের চার্জ খুব কম ব্যবহার করে।
আজকের বাজার: এলকে/ ১৮ ডিসেম্বর ২০১৭