আগামী এক বছর ড্রাইভিং করতে পারবেন না কিংবদন্তি অজি লেগ-স্পিনার৷ গত দু’ বছরে ছ’বার গাড়ির গতি সীমা লঙ্ঘন করায় সোমবার ওয়ার্নকে এই শাস্তি দেয় আদালত৷
ম্যাজিস্ট্রেট আদালত যে তথ্য দিয়েছে, তাতে বলা হয়েছে কিংবদন্তি লেগ-স্পিনার গত বছর লন্ডনে জাগুয়ার চালানোর সময় সর্বোচ্চ গতির সীমা লঙ্ঘন করেছিলেন৷ ঘণ্টায় ৬৪ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছেন ওয়ার্ন৷ এক বছরের নির্বাসনের পাশাপাশি বাংলাদেশি মূদ্রায় ১ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷
ডেপুটি ডিস্ট্রিক্ট জর্জ আদ্রিয়ান টার্নার বলেন, ‘নির্বাসন ও জরিমানার উদ্যেশ হল জনগণকে রক্ষা করা৷ এপ্রিল, ২০১৬ থেকে গত বছর অগস্ট পর্যন্ত ছ’বার গতির উর্ধ্ব সীমা লঙ্ঘন করেছে ওয়ার্ন৷ তিনবারের মধ্যে ১৫ পয়েন্ট ওর অ্যাকাউন্টে যোগ হয়েছে৷ ফলে আমি ওকে নির্বাসন করতে বাধ্য হয়েছি৷ এক্ষেত্রে ১২ মাস নির্বাসন হওয়া বাধ্যতামূলক৷’ এই নির্বাসনের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আগামী এক বছর ইউরোপের কোনও দেশে ড্রাইভ করতে পারবেন না৷
বিতর্ক পিছু ছাড়ছে না ওয়ার্নের৷ বছর পঞ্চাশের প্রাক্তন এই অজি লেগ-স্পিনার বাইশ গজের বাইরে বারবার বিতর্কে জড়িয়েছেন৷ বরং বিতর্কে থাকতে ভালোবাসেন ওয়ার্ন৷ যৌন কেচ্ছায় সম্প্রতি খবরের শিরোনামে ছিলেন কিংবদন্তি লেগ-স্পিনার৷ উত্তর-পশ্চিম লন্ডনের সম্ভ্রান্ত এলাকায় এখন নিজরে বাড়িতে থাকেন ওয়ার্ন। কিন্তু তাঁর কর্মকাণ্ডে লজ্জিত ওয়ার্নের প্রতিবেশিরা৷
আজকের বাজার/লুৎফর রহমান