লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ওই বাংলাদেশির নাম রেজাউল করিম (৩৪)। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের বুড়িমারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওবাইদুল হক জানান, এ বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে শনিবার পতাকা বৈঠক আহবান করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ভারতের কুচবিহারে সীমান্তের পানিশালা গ্রাম থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ ধাওয়া করে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রেজাউলকে ধরে নিয়ে যায়।
আজকের বাজার: এসএস/ ৬ জানুয়ারি ২০১৮