টানা ৩৯ ঘণ্টা!

ইতোমধ্যে শুরু হয়ে গেছে পরিচালক সুজিত সরকারের ছবি ‘অক্টোবর’-এর। ছবির প্রচারের জন্য স্টার প্লাসের রিয়্যালিটি শো ‘সুপার ডানসার ২’-গ্র্যান্ড ফিনালের একটি পর্বে হাজির হয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান।

সম্প্রতি নিজের টুইটারে সেই শো-এর একটি দৃশ্যের ছবি পোস্ট করেন বরুণ। টুইটে তিনি লেখেন, প্রায় ৩৯ ঘণ্টা ধরে কাজ করছি। এক মুহূর্তের জন্যেও ঘুমাইনি। কারণ, আমি আমার ছবিগুলিকে খুবই ভালোবাসি।

অক্টোবর’-এর শুটিং শেষ করার সঙ্গে সঙ্গেই নিজের আগামি ছবি ‘সুই ধাগা’-র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন বরুণ। ভোপালে আউট ডোর শুটিং শেষ করে মুম্বাই ফিরে আবার ‘অক্টোবর’ ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

‘অক্টোবর’ ছবিতে বরুণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী বণিতা সান্ধু। আগামী মাসের ১৩ তারিখ মুক্তি পাবে ছবিটি।

এস/