ভারতের উত্তর প্রদেশের ভিক্ষুকরা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর এক রুপি ভিা গ্রহণ করবেন না।
উত্তর প্রদেশের রামপুর শহরের ভিক্ষুকরা এর কারণ হিসেবে বলছেন, মোবাইলে কথা বলার জন্য যে যুগে মানুষ এত টাকা খরচ করছে, তখন এক রুপির কোনো গুরুত্ব নেই।
শুকরামানি নামের এক ভিক্ষুক মিডিয়ার সঙ্গে আলাপকালে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প থেকে ঘোষণা করা হয়েছে অচিরেই ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে এর স্থানে ধাতব মুদ্রা চালু করা হবে। যখন পাঁচশ-এক হাজারের মুদ্রা আসবে তখন কল্পনা করুন তো এক রুপি মুদ্রার আকার কতটুকু হতে পারে? এর গুরুত্বইবা থাকবে কতটুকু?
এছাড়া প্রদেশের মুদি দোকানি ও রিকশাচালকরাও ভিক্ষুকদের সঙ্গে একাত্মতা জানিয়ে এক রুপির মুদ্রা না গ্রহণের ঘোষণা দিয়েছেন।
সূত্র: এবেলা
আজকের বাজার: ওএফ/ ১১ জানুয়ারি ২০১৮