এক লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। একই সঙ্গে সৎকার বাবদ প্রতি পরিবারকে আরো ৫ হাজার টাকা দেবে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর পরিবার।

মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেন হাটহাজারীর সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরীর জামালখানের রীমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

আজকের বাজার: আরআর/ ১৮ ডিসেম্বর ২০১৭