একজন নারীর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় যখন তার চোখজোড়া সাজানো থাকে। আর চোখের সৌন্দর্যের মূলে রয়েছে ঘন পাপড়ি। অনেকের চোখের পাপড়ি এমনিই লম্বা ও ঘন হয়। কিন্তু যাদের চোখের পাপড়ি হালকা?
একটি নির্দিষ্ট নিয়ম মানলে মাত্র এক সপ্তাহে ঘন ও লম্বা চোখের পাপড়ি পাওয়া সম্ভব। কীভাবে? চলুন জেনে নিই-
লেবুর খোসা কুচি করে শুকিয়ে নিন। এবার শুকনো লেবুর খোসা গুঁড়া করে ফেলুন। একটি পাত্রে এক টেবিল চামচ নারকেল তেল, দুটি ভিটামিন ই ক্যাপসুল ও আধা চা চামচ লেবুর খোসা গুঁড়া মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
রাতে ঘুমানোর আগে চোখের পাপড়ির গোড়ায় এই মিশ্রণ লাগিয়ে নিন। মাত্র ৭ দিনে ফলাফল পেয়ে যাবেন। সবচেয়ে ভালো কথা হলো, এই মিশ্রণ একবার তৈরি করে ১৫ দিন অব্দি ফ্রিজে সংরক্ষণ করা যায়। তাই বার বার তৈরির ঝামেলাও পোহাতে হবে না।
আপনি কি চোখের পাপড়ি নিয়ে চিন্তিত? তাহলে কাজে লাগান সহজ এই পদ্ধতি।
আজকের বাজার/আরিফ