উত্তর কোরিয়া শনিবার দ’ুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাসূত্রে এ খবর জানা গেছে।
চলতি সপ্তাহে দেশটি এ নিয়ে চতুর্থবারের মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
এদিকে উত্তর কোরিয়াকে ঠেকাতে সিউল, টোকিও ও ওয়াশিংটন তাদের যৌথ সামরিক মহড়া জোরদার করেছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌ মহড়ার কয়েকদিনের মধ্যে শুক্রবার সিউল, টোকিও ও ওয়াশিংটন সাবমেরিন বিরোধী মহড়ার আয়োজন করে। এটি ছিল গত পাঁচ বছরের মধ্যে এ প্রথম।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার সিউল সফর করেন। তিনি কোরীয় উপদ্বীপকে বিভাজনকারী কড়া নিরাপত্তাধীন অসামরিক এলাকা পরিদর্শন করেন।
দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলছে, তারা পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে পূর্ব সাগরে গ্রিনিচ মান সময় ০৬৪৫ ও ০৭০৩ এর মধ্যে স্বল্পপাল্লার দ’ুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
সিউলের সামরিক প্রধান এক বিবৃতিতে একে তীব্র উস্কানিমূলক বলে বর্ণনা করেছেন।
এদিকে উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে টোকিও বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে এসে পড়েছে।
দক্ষিণ কোরিয়ায় হ্যারিসের সফরের কারণে ক্ষুব্ধ উত্তর কোরিয়া রোববার, বুধবার ও বৃহস্পতিবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।