একাধিক নায়ককে এক করার হিড়িক কলকাতার ছবিতে লেগেই থাকে। এই যেমন ‘জ়ুলফিকার’। সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমা নিয়ে কম আগ্রহ ছিল না দর্শকের। কারণ প্রসেনজিৎ, যিশু, দেব, পরমব্রত, অঙ্কুশ, কৌশিক সেন— বলতে গেলে টলিউডের প্রায় সব নায়ককেই এক ছাতার তলায় এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন সৃজিত।
কিন্তু নায়িকাদের নিয়ে এমন কিছু হয়েছে কি? না, টলিউডের প্রথমসারির নায়িকাদের এক সূত্রে বাঁধার কাজ আগে হয়নি। হ্যাঁ, ‘রাজকাহিনী’ হয়েছে ঠিকই, কিন্তু তাতে এই মুহূর্তের প্রথমসারির কমার্শিয়াল অভিনেত্রীরা ছিলেন কি? যাই হোক, এবার তা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম আনন্দলোক জানাচ্ছে, বিরসা দাশগুপ্ত বড়পর্দায় আনতে চলেছেন স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ‘ক্রিসক্রস’ উপন্যাসটিকে।
ওই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার ও সোহিনী সরকারকে! স্বভাবতই ছবিটি নিয়ে উত্তেজিত চার নায়িকা। আর ভক্তরাও খুশি, এমন মাল্টিস্টারার ছবি খুব একটা হয় না যে!
আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮