করোনার প্রকোপে অনাহারে মানবেতর জীবনযাপন করছে নিঃস্ব, সহায়-সম্বলহীন খেটে খাওয়া মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছে ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন’। নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় কর্মহীন এক হাজার পরিবারের দুই সপ্তাহের খাবারের দায়িত্ব নিয়েছে ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন’।
আহ সোমবার (৩০ মার্চ) ফাউন্ডেশনে পক্ষ থেকে কর্মহীন মানষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস আলম।
এসময় জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্ব আরোপ করে গোলাম ফেরদৌস আলম বলেন, আমরা যেন সবাই দেশ ও সমাজ নিয়ে সচেতন থাকি, সরকারের পাশাপাশি ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন’-এর মত ব্যাক্তি উদ্যোগে মানবতার সেবায় এগিয়ে আসি, অসহায় পরিবার গুলোকে খাবারের ব্যবস্থা করে দেই। আমরা যদি সরকারের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো মেনে চলি তাহলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আজকের বাজার / এ.এ