আপাতত থাকছে না ‘পাওয়ার প্লেয়ার’ নিয়ম। আইপিএলে গর্ভনিং কাউন্সিলের বৈঠকের আগেই প্রচারমাধ্যমে চালু হয়ে গিয়েছিল, আইপিএলেই এবার হয়তো দেখা যেতে পারে পরিবর্ত ক্রিকেটার। আইপিএলের টার্মে যাকে বলা হবে ‘পাওয়ার প্লেয়ার’।
চিন্তাভাবনার স্তরে ছিল সেই প্রোজেক্ট, আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকেই পরীক্ষামূলকভাবে সেই পাওয়ার প্লেয়ার কনসেপ্ট চালু করার ভাবনা ছিল বোর্ডের একাংশের। তবে সোমবার আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠকে এই প্রোজেক্ট আপাতত ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হল। আইপিএলে এখনই চালু হচ্ছে না পাওয়ার প্লেয়ার।
এক কর্মকর্তা জানিয়েছেন, “এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফির খুব শীঘ্রই শুরু হচ্ছে। তাই সময়ের অভাবে আপাতত পাওয়ার প্লেয়ার থাকছে না।” তার আগে সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানানো হয়েছিল বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সবুজ সঙ্কেত ছাড়া ‘পাওয়ার প্লেয়ার’ চালু করার কোনও প্রশ্নই নেই।
আজকের বাজার/লুৎফর রহমান