এখনো নায়ক সালমান, কিন্তু নায়িকা মা!

টেলিভিশনের সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হলেও, তাকে এখনো সকলে মনে রেখেছে ‘সুমন’ হিসেবেই। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’ ভারতীয় সিনে জগতের অন্যতম ‘সাকসেসফুল ফিলম’ হিসেবে পরিগণিত হয়। এবং এই ছবিতেই ‘সুমন’-এর চরিত্রে ডেব্যু করেছিলেন ভাগ্যশ্রী পটবর্ধন।

ঘটনাচক্রে, হিরো হিসেবে এই ছবিতেই আত্মপ্রকাশ করেন সালমান খান। চরিত্রের নাম ছিল ‘প্রেম’। পরবর্তীকালে, তার অভিনীত বেশ কয়েকটি ছবিতেই এই নাম ব্যবহৃত হয়েছে। কিন্তু, সেখানে ‘সুমন’কে আর পাওয়া যায়নি। কারণ, ভাগ্যশ্রী তার স্বামী, হিমালয়ের সঙ্গেই অভিনয় করেছেন বাকি তিনটি হিন্দি ছবিতে।

বলিউড থেকে খানিক সরে গিয়ে, তামিল, তেলুগু, কন্নড়, ভোজপুরি ও মরাঠি ছবিতে অভিনয় করেন ভাগ্যশ্রী। সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশের একটি ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা।

টাইমস নাও জানায়, এবার তাকে দেখা যাবে মায়ের চরিত্রে। তাও আবার একটি হিন্দি ছবির রিমেকে। ২০১৪ সালের ব্লকবাস্টার হিন্দি ছবি ‘টু স্টেটস’ তৈরি হচ্ছে তেলুগুতে। সেখানেই নায়িকা শিবানীর মায়ের চরিত্রে দেখা যাবে ৪৯ বছরের ভাগ্যশ্রীকে।

উল্লেখ, হিন্দি ছবিটিতে নায়িকা আলিয়া ভট্টের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণের নামী তারকা রেবতী, যার বয়স ৫১ বছর। এবং তিনি এক সময়ে সালমান খানের নায়িকা হয়েছিলেন ১৯৯১ সালে ‘লাভ’ ছবিতে।

এস/