এখন আরও সহজে তৈরি করা যাবে জিআইএফ ফাইল

জিআইএফ ফাইল খুঁজে বের করে তা কাউকে পাঠানো খুব সহজ। কিন্তু, গুগলের জিআইএফ তৈরির কাজটিকেও আরও সহজে করার গুগলের কিবোর্ড অ্যাপে ছোট্ট একটি পরিবর্তন করা হয়েছে।

আইফোন ও অ্যানড্রয়েড ফোনের কিবোর্ড অ্যাপ জিবোর্ড-এ গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই জিআইএফ তৈরির সুবিধা চালু করা হয়েছিল। কিন্তু, তখন সেটি ইমোজি বাটনের নিচে লুকনো ছিল।

এখন জিআইএফ তৈরির বাটনটি জিবোর্ডের উপরের দিকে টাইপ করার সময় শব্দ বাতলে দেয়ার বাটনের পাশে নিয়ে আসা হয়েছে।

এর ফলে জিবোর্ড ব্যবহারকারীরা ফোনের সামনের ও পিছনের দিকের ক্যামেরা ব্যবহার করে জিআইএফ ফাইল তৈরির জন্য ভিডিও রেকর্ডিং করতে পারবেন। লুপ মোডে ৩ সেকেন্ডের জন্য রেকর্ড করা যায়। অন্য দিকে ফাস্ট ফরোয়ার্ড মোডে ১ মিনিট পর্যন্ত রেকর্ড যাবে। পরে জিআইএফ ফাইলে ওই ভিডিও দ্রুত গতিতে দেখানো হবে।

রেকর্ডিং শেষ হলে, জিআইএফ ফাইলটি আপনি মেসেজের মাধ্যমে বন্ধুদের পাঠাতে পারবেন।
এখন পর্যন্ত শুধু আইফোনের জিবোর্ডে জিআইএফ বাটনের নতুন অবস্থানে দেখা। আশা করা হচ্ছে অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরাও অচিরেই তাদের জিবোর্ডে নতুন বাটনটি দেখতে পাবেন।

আজকের বাজার: সালি / ২২ জানুয়ারি ২০১৮