কঙ্গনা রানাওয়াত। বলিউডের হার্টথ্রব নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী। এখন পর্যন্ত কোনো আইটেম গানে পারর্ফেমেন্স করেননি। আগামিতেও তাকে এটিতে পাওয়া যাবেনা বলেও জানিয়ে দিলেন।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন, আমি আইটেম গান করি না। কারণ সেখানে করার মতো কিছু নেই। এগুলো অশ্লীল, একইসঙ্গে অশোভন, এর বেশির ভাগ যৌন আবেদনপূর্ণ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, আইটেম গান নিষিদ্ধ করা উচিৎ। আমি এমন কিছুর অংশ হতে চাই না যেগুলো আমাদের, সমাজের, আমাদের শিশুদের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে যদি আপনার, আমার মেয়ে হয় তাহলে কি আমরা চাইব তাদের জেক্টিফাইং করা হোক? আমি বলতে চাইছি ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে।
কঙ্গনা অভিনীত পরবর্তী ছবি মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এটি। ছবিটি পরিচালনা করছেন কৃষ।
ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন সোনু সুদ, অতুল কুরকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এস/