২৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম পরিবর্তন করে ২০২০ সালের ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটির এজিএম ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।
কোম্পানিটির এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও অন্যান্য তথ্য যেমন এজিএমের স্থান ও সময় অপরিবর্তি রয়েছে।