পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ) ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি অনিবার্য কারণে এজিএমের তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এছাড়া কোম্পানিটি এজিএমের ভেন্যু নির্ধারণ করেছে। কোম্পানিটির এজিএম ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আজকেরবাজার/এস