বার্ষিক সাধারণ সভা বা এজিএম এর নতুন তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিজিআইসি লিমিটেড । আগামী ২৫ জুলাই প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন সকাল সাড়ে ১১ টায় রাজধানি ঢাকার ইস্কাটর গার্ডেন রোডের লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ৩৪ তম এজিএম। এর আগে ২৭ জুন এজিএস এর তারিখ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।কিন্তু অনিবার্য কারনে তা স্থগিত করা হয়। পরতর্তীতে বিএসইসির অনুমতি সাপেক্ষে আগামী ২৫ জুলাই প্রতিষ্ঠানটি এজিএম দিন নির্ধারণ করেছে।
উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানটির সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
আজকের বাজার/মিথিলা