পুজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি এজিএম এর তারিখ পরিবর্তন করেছে । কোম্পানি গুলো হচ্ছে - জিকিউ বলপেন, বিডি থাই অ্যালুমিনিয়াম, বঙ্গজ এবং জাহিন স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জিকিউ বলপেন: বিবিধ খাতের কোম্পানিটি জাতীয় সংসদ নির্বাচনের কারণে এজিএম তারিখ পরিবর্তন করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বরের পরিবর্তনে আগামী ১লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে ৩০ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল কোম্পানিটি। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিডি থাই অ্যালুমিনিয়াম: প্রকৌশল খাতের কোম্পানিটি জাতীয় সংসদ নির্বাচনের কারণে এজিএম তারিখ পরিবর্তন করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বরের পরিবর্তনে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে ৩০ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল কোম্পানিটি। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
জাহিন স্পিনিং: বস্ত্র খাতের কোম্পানিটি জাতীয় সংসদ নির্বাচনের কারণে এজিএম তারিখ পরিবর্তন করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বরের পরিবর্তনে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে ৩১ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল কোম্পানিটি। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বঙ্গজ: খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ ডিসেম্বরের পরিবর্তনে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে ৫ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল কোম্পানিটি। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।