বার্ষিক সাধারণ সভা বা এজিএম ও বিশেষ সাধারণ সভা বা ইজিএম এর ভেন্যু পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৯ ডিসেম্বর বুধবার প্রতিষ্ঠানটির ইজিএম সকাল ১০টায় এবং এজিএম সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ’তে গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য সব বিষয় অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে।এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ডিভিডেন্ড অনুমোদিত হতে পারে।