আজ ৩১ ডিসেম্বর সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের এজিএম আজ সোমবার সকাল ১০টায় বাঘেরহাটে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে অনুষ্ঠিত হচ্ছে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ সুপারিশ করেনি।
সোনালী আঁশের এজিএম আজ সোমবার সকাল ১১টায় ধানমন্ডির বীর উত্তম রোডে ৭১ নং বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে।৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম আগামী সোমবার বারিধারার ডিওএইচএস সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হচ্ছে।৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হবে।
আজকের বাজার /মিথিলা