এজিএম তারিখ পরিবর্তন করেছে জেএমআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর অনষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ১৯তম এজিএম।

ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা যায়।

এর আগে প্রতিষ্ঠানটির এজিএম নির্ধারণ করা হয়েছিল ২৯ ডিসেম্বর। কিন্তু অনিবার্য কারণবশত এদিন এজিএম স্থগিত করা হয়। ২৯ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তি থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ৩০ জুন ,২০১৮ সমাপ্ত হিসাব বছরে উসমানিয়া গ্লাস শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

 

 

 

আজকের বাজার/মিথিলা