এজিএম পার্টির কান্ড দেখুন (ভিডিও)

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল প্রকাশের দিন পুঁজিবাজারের নামধারী কিছু বিনিয়োগকারীরা অপ্রিতিকর ঘটনা ঘটায়। কেউ কেউ খাবারের প্যাকেট নিয়ে হৈ-হুল্লোড় করে যা বিশৃংখল পরিবেশ সৃষ্টি করে ।

১৩ মার্চ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, রমনায় কোম্পানির লটারির ড্র অনুষ্ঠানে এই কান্ড ঘটে। পরে আজকের বাজারের ক্যামেরা দেখে দ্রুত জায়গা ত্যাগ করে তারা। জানা যায় এই রকম ঘটনা প্রায় সবসময়ই ঘটে। এদের একটা সিন্ডিকেট রয়েছে যাদের নাম এজিএম পার্টি। তাদের কাজই হলো বিভিন্ন কোম্পানির এজিএম কিংবা আইপিও লটারির ড্র অনুষ্ঠানে গিয়ে এই রকম ভাবে অপ্রিতিকর ঘটনা সৃষ্টি করে। কখনও কখনও চাঁদাও দাবী করে এই চক্র। অনেক সময় আইপিও তে আসা কোম্পানির মালিক পক্ষের লোকদেরকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পিছনের দরজা দিয়ে বের হতে হয় এই চক্রের ভয়ে।