এজিএম স্থগিত করেছে পিপলস লিজিং

পিপলস লিজিংয়ের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্অথগিত করেছে পুঁজিবাজারে তালিকাবুক্ত প্রতিষ্ঠান  পিপলস লিজিং।

ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

আগামী ১৭ সেপ্টেম্বর এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করা হয়েছিল।
অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরবর্তী কোন  তারিখ বা ভেন্যু জানায়নি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কেলেঙ্কারির অভিযোগে কোম্পানিটিকে দ্বিতীয় দফায় আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে হাইকোর্টের আদেশে পিপলস লিজিংয়ের (পিএলএফএস) প্রাক্তন পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট শিথিল ও বাজেয়াপ্ত করা হয়েছে।

 

আজকের বাজার/মিথিলা