‘এজেন্টদেরকে পুলিশ মেরে বের করে দিচ্ছে’

গাজীপুর সিটি করপোরেশনে বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ‘এরইমধ্যে ১০-১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এজেন্টদেরকে পুলিশ মেরে বের করে দিচ্ছে।’

তবে কোন কোন কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, এ ব্যাপারে তিনি সঠিক উত্তর দিতে পারেননি।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সোয়া আটটার দিকে নগরীর বশিরউদ্দিন উদয়ন একাডেমি স্কুল কেন্দ্রে ভোট দানকালে এ কথা  বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি শুধু বলবো, আমি নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকবো। নির্বাচনে ফলাফল দেখে মন্তব্য করবো।’

মঙ্গলবার (২৬ জুন) সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরজেড/