দেশে রোহিঙ্গা শরণার্থী বেড়ে যাওয়াকে মায়ানমারের ‘পরোক্ষ আক্রমণ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
১০ সেপ্টেম্বর সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, ইট ইজ এন অ্যাটাক অন বাংলাদেশ। এটা বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ। অ্যান্ড ইট মাস্ট বি রেজিস্টেট। ইট ইজ এ রউগ (দুর্বৃত্ত) গভরমেন্ট। এবং রউগ (দুর্বৃত্ত) গভরমেন্টকে কীভাবে তাদের ব্যবস্থা করতে হয় সেটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের মানে সারা দুনিয়ার চিন্তা করতে হবে।’
অর্থমন্ত্রী তার এ মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য বলে সাংবাদিকদের জানান।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘‘সরকার রোহিঙ্গাদের নিয়ে নিজেদের যে নীতিমালা আছে সে অনুযায়ী কাজ করছে। রোহিঙ্গাদের জন্য যা কিছু করা দরকার করছি। তাদের আশ্রয়ও দিচ্ছি এবং তাদের জন্য আমরা দাবিও করেছি যে, মিয়ানমারে তাদের জন্য একটা জোন সৃষ্টি করার দরকার। আমার মনে হয় আমাদের নীতিমালা ঘোষণা যথাযথ উপযুক্ত।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নেতাদের আন্দোলনের হুমকির বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, ‘অন্য একটি দল (বিএনপি) কিছু করতে চায় করুক। এটা পার্টি হিসেবে তাদের সিদ্ধান্ত। বিষয়টি সরকার যেভাবে মোকাবেলা করার সেভাবেই করবে। আমার মনে হয় বিএনপি একটা এগজিসটেন্স প্রবলেম হয়ে দাঁড়িয়েছে।’
আজকের বাজার : এলকে/এলকে ১১ সেপ্টেম্বর ২০১৭