মিরপুর টেস্টের প্রথম দিনেই উইকেট পড়েছে ১৪টি। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে কতো ভয়ংকরই না এ উইকেট! ব্যাটিং করাই দুঃসাধ্য! তবে এ উইকেটকে ‘আনপ্লেবল’ বা ব্যাটিংয়ের অযোগ্য বলতে নারাজ বাংলাদেশ দলের স্পিনার আব্দুর রাজ্জাক। লঙ্কান ইনিংসের টপ অর্ডার যে গুঁড়িয়ে দিয়েছেন তিনিই।
মিরপুরে বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট শ্রীলঙ্কা। প্রথম ৫ উইকেটের ৪টি নিয়েছেন রাজ্জাক। ঘূর্ণির মায়াজালই বিছিয়েছিলেন তিনি। কম যাননি তাইজুল ইসলামও। রাজ্জাকের সমান ৪টি উইকেট তারও। বাকি দুইটি মোস্তাফিজুর রহমানের। এরপর অবশ্য শুরু থেকেই আঘাত পেয়েছে স্বাগতিক ব্যাটিং। দিনের শেষে দেখা গেল, ধুঁকছে বাংলাদেশের প্রথম ইনিংসও। ৫৬ রান তুলতেই শেষ টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান।
তাই এই উইকেটে ব্যাটিং খুব বেশি কঠিন কি না তা জানতে চাওয়া হয় রাজ্জাকের কাছে। তিনি নিজেও বেশ ভালো ব্যাট করতে জানেন। কিন্তু ওই প্রশ্নে রাজ্জাকের জবাব, ‘আজকের দিনে ওরা যতক্ষণ ব্যাটিং করেছে বা আমরা করেছি, আমার কাছে খুব বেশি আনপ্লেয়েবল (খেলার অযোগ্য) উইকেট মনে হয়নি। আমার কাছে উইকেটটাকে স্পোর্টিং মনে হয়েছে। এ ধরনের টার্ন অনেক উইকেটে করে।’ রাজ্জাকের মতে উইকেট যত না কঠিন তার চেয়ে ব্যাটসম্যানদের নিবেদনই ছিলো প্রশ্নের মুখে। মুমিনুল ও মুশফিকুর রহীমের আউটে দায় যে নিজেদেরই।
তবে আনপ্লেয়েবল না হলেও রাজ্জাক এমন স্পিনিং উইকেটে খেললেন নাকি জীবনে প্রথমবার! আন্তর্জাতিকে খেলেননি। খেলেননি ঘরোয়া ক্রিকেটেও। রাজ্জাকের ভাষায়, ‘না, এ ধরনের উইকেটে এই প্রথম খেললাম। আগে তো নিজেদের শক্তি দেখেশুনে খেলার সুযোগ ছিলো না। এখন তো এটা সামনের দিকেই যাবে। সেটারই ফল এটা।’
এর আগে চট্টগ্রাম টেস্টে ৫ দিনে পড়েছিল ২৪ উইকেট। আর মিরপুরে প্রথম দিনেই ১৪। তাই চট্টগ্রামের মতো মিরপুরে পরিণতি হবে না বলেই মনে করেন রাজ্জাক, ‘চার ইনিংসের একটা শেষ হয়েছে। আরো একটা ইনিংসের বেশ কয়েকটা উইকেট পড়েছে। এখন যা পরিস্থিতি, তাতে আমার মনে হয়, পাঁচদিনের আগেই টেস্ট শেষ হতে পারে। এই টেস্টে অবশ্যই ফলাফল হবে।’
প্রথম দিনে শেষে চাপে আছে বাংলাদেশ। শীর্ষ ৪ উইকেট হারিয়ে দল শুক্রবার ঘুরে দাঁড়াবে বলেই আশা করছেন রাজ্জাক, ‘একটা সেশনে একেক টাইপের খেলা হয়। দেখা যায় একটা সেশনে একটা দল এগিয়ে আছে, পরের সেশনে আবার অন্য দল। তো টেস্টে ক্ষতি পূরণ করে দেয়ার জায়গা থাকে। আমার মনে হয় আমাদের দুইটা উইকেট বেশি পড়ে গেছে। এটা রিকভার করা সম্ভব সহজেই, আমার কাছে মনে হয়।’
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭