এটিএম শামসুজ্জামান বেঁচে আছেন, সুস্থ আছেন (ভিডিও)

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন মর্মে দেশের শীর্ষ স্থানীয় একটি মিডিয়া খবর প্রকাশ করে। সোমবার (১১ জুন) দিবাগত রাতে ওই খবর ছড়িয়ে পড়লে তার ভক্তকূল বিভ্রান্তিতে পড়ে যায়।

প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুর খবর শুনে অনেেই ফেসবুকে তার জন্য শোক জানান। এমনকি তার অনেক সহকর্মীরাও তার মৃত্যুর খবর স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছিলেন। অনেকে পরপারে তার আত্মার শান্তি চেয়েও স্ট্যাটাস দিয়েছেন।

নিজের কানে নিজের মৃত্যুর গুজব শুনে বেশ রাগান্বিত হন গুণী এই অভিনেতা। তাইতো ফেসবুক লাইভে এসে নিজের বেঁচে থাকার কথা নিজেই বললেন।

আজকেরবাজার পাঠকদের জন্য তার ফেসবুক লাইভের ভিডিও দেওয়া হলো।

https://youtu.be/-d2G3KpIHh0