এডিএন টেলিকমের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা  শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এডিএন টেলিকমের উদ্যোক্তা মামুনুর রশিদ তার হাতে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার তার ছেলে এবং মেয়েকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।  তার ছেলে সাধারণ বিনিয়োগকারী আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে সাধারণ বিনিয়োগকারী আয়েশা আমেনা নুহা ৪ লাখ শেয়ার পাবেন।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা।