সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার রেকর্ড ৯৩ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে। ব্যয় হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা।
মঙ্গলবার (০৩ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ৯৩ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে।
মন্ত্রী জানান, গত অর্থবছরে এডিপির ব্যয় ছিল ১ লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা। আর ২০১৬-১৭ অর্থবছরে ব্যয় ছিল ১ লাখ ৭ হাজার ৮৫ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছরে এডিপির আনুমানিক আকার ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকা। পরে সংশোধিত এডিপিতে তা কমে ১ লাখ ৫৭ হাজার কোটি টাকাতে নেমে আসে বলে জানান মন্ত্রী।
মোস্তফা কামাল বলেন, সংশোধিত এডিপির বিবেচনায় এডিপি বাস্তবায়নের হার প্রায় শতভাগ।
তিনি আরো বলেন, আগের অর্থবছরের ব্যয়ের তুলনায় সরকার গত অর্থবছরে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা খরচ করতে সক্ষম হয়েছে। তাই চলতি অর্থবছরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন করতে কোনো সমস্যা হবে না।
গত কয়েক বছরে এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকার এডিপির ৮১ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ৮৬ হাজার কোটি টাকার এডিপির ৮৩ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপির ৮৬ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। আর ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকার এডিপির বাস্তবায়ন হার ছিল ৮৭ শতাংশ।
আজকের বাজার/এমএইচ