বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৯৪ দশমিক ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। টাকার অংকে মোট খরচের পরিমান দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ৫৯৩ হাজার টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
তিনি বলেন,২০১৭-১৮ অর্থবছরের তুলনায় সদ্যবিদায়ী অর্থবছরে ১৮ হাজার ২৮৭ কোটি টাকার বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ১১ শতাংশ এবং মোট ব্যয়ের পরিমাণ ছিল ১ কোটি ৪৮ লাখ ৩০৬ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন,২০১৭-১৮ অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার বেড়ে যাওয়ার পাশাপাশি ১৮ হাজার ২৮৭ কোটি টাকা বেশি খরচ হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের দেয়া তথ্যমতে (আইএমইডি) গত পাঁচ বছরের সংশোধিত এডিপি বাস্তবায়নের হার যথাক্রমে-২০১৭-১৮ অর্থবছরে ৯৪ দশমিক ১১ শতাংশ,২০১৬-১৭ অর্থবছরে ৮৯ দশমিক ৭৬ শতাংশ,২০১৫-১৬ অর্থবছরে ৯৩ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ৯১ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থবছরে ৯৩ শতাংশ।