এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা বোর্ড এডিবি’র ৫১ তম বার্ষিক মিটিংয়ে ২০১৭ অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস’র (ওসিআর) জন্য তাদের নেট বন্টনযোগ্য আয়ের পরিমাণ ৬৯০.১ মিলিয়ন ডলার নির্ধারণ করেছে।
এডিবি’র মূলধনের প্রাচুর্যকে সহায়তা করা এবং নেট আয় তৈরির জন্য সাধারণ রির্জাভ থেকে ৩৫০.৭ মিলিয়ন ডলার বন্টন করা হবে। এশীয় উন্নয়ন ফান্ড (এডিএফ) ২৫৯.৪ মিলিয়ন ডলার পাবে।
এডিএফ মূলত এডিবি’র নিন্ম আয়ের সদস্য দেশগুলোকে অনুদান দিয়ে করে থাকে। এডিবি’র টেকনিক্যাল এসিস্ট্যান্স স্পেশাল ফান্ড পাবে ৮০ মিলিয়ন ডলার। টেকনিক্যাল এসিস্ট্যান্স স্পেশাল ফান্ড এডিবি’র উন্নয়নশীল দেশগুলোকে টেকনিক্যাল সহায়তা দিয়ে থাকে।
এডিবি’র পরিচালকগণ ব্যাংকটির বার্ষিক অর্থনৈতিক বিবরণীও অনুমোদন করেন। এডিবি’র বার্ষিক অর্থনৈতিক বিবরণী থেকে জানা যায়, ব্যাংকটির ২০১৭ সালের নেট আয় ছিল ৭৭৪ মিলিয়ন ডলার।
উল্লেখ, এডিবি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ম্যানিলা ভিত্তিক একটি ব্যাংক। এই ব্যাংকটি ৬৭টি সদস্য দেশের মালিকানায় পরিচালিত হয়। এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর দারিদ্র্য দূর করতে কাজ করে যাচ্ছে।
আজকের বাজার/একেএ