ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ জুলাই) প্রতিনিধি দলটি ডিএসই পরিদর্শন করেছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এডিবির প্রতিনিধ দলে ছিলেন- স্টিফেন ওয়েলস, নিলস একবারজ, অরুনাংশু দত্ত, রবার্ট কানেন ও সাদ মোহাম্মদ ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন, ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ, ডিএসই’র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। ফরমেশন সেন্ট্রাল কাউন্টার পাটি প্রজেক্টের উপ মহাব্যবস্থাপক, মোঃ ইমাম হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান মিয়া।
প্রতিনিধি দলকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান স্বাগত জানিয়ে বলেন, দলটিকে বর্তমান বাজার অবস্থা, ডেরিভেটিভস, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট এবং সিসিপি (সেন্ট্রাল কাউন্টার পার্টি) গঠনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
পরে ডেরিভেটিবস এর চাহিদা, ডেরিভেটিবস লেনদেনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতা, লেনদেনের অবকাঠামো, সেটেলমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট ও বিনিয়োগকারী সুরক্ষা, ক্লিয়ারিং ও সেটেলমেন্টের বর্তমান অবস্থা, বর্তমানে এর সামর্থ, দুর্বলতা ও ঝুঁকি, সিসিপি গঠন, ঝুঁকি মোকাবেলায় এর ভূমিকা ও এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এডিবি প্রতিনিধিদল এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
আজকের বাজার/আরআইএস