এডিসন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এডিসন এক্সপেসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো জে কে এসোসিয়েশন।এই চুক্তি অনুযায়ী জে কে এসোসিয়েটস এডিসন এক্সপেসের এজেন্ট হিসেবে উত্তরাবাসীকে পার্সেল ও কুরিয়ার সেবা দিবে।
এডিসন এক্সপ্রেসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. মাকসুদুর রহমান এবং জে কে এসোসিয়েশনের পক্ষে ব্যবস্থপনা পরিচালক মো. কামরুজ্জামান ইবনে আমিন।
প্রসঙ্গত, এডিসন এক্সপেস বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক পার্সেল ও কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান। যাদের রয়েছে দেশব্যাপী নেটওয়ার্ক ও নিজস্ব গাড়ীর বিশাল বহর।
নিজস্ব ট্রাক অ্যান্ড ট্রেস সিস্টেম এবং পাঁচ শতাধিক নিবেদিতপ্রাণ কর্মীর মাধ্যমে এডিসন এক্সপ্রেস নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে।
আজকের বাজার/আরজেড