এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (ইআরএবি) প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীতি হয়েছেন যথাক্রমে দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান খান ও দৈনিক সমকালের সাব্বির নেওয়াজ।

বুধবার (১১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।

অন্যান্য পদে মনোনীতরা হলেন— সহ-সভাপতি মুসতাক আহমেদ (যুগান্তর) ও নিজামুল হক (ইত্তেফাক), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক এম মামুন হোসেন (মানবকণ্ঠ) ও আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ (মানবজমিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুরাদ হোসাইন (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আমানুর রহমান (নয়াদিগন্ত), রিয়াজ চৌধুরী (এশিয়ান মেইল), বিভাষ বাড়ৈ (জনকণ্ঠ), ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার) ও রাকিব উদ্দিনকে (সংবাদ) মনোনীত করা হয়েছে।

এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নতুন কমিটি শিগগিরিই খসড়া গঠনতন্ত্র তৈরি করে সদস্যদের মতামত নিয়ে তা চূড়ান্ত করবে।

আরএম/