আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৫ সালে যে খালেদা জিয়া বলেছেন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ঘরে ফিরবেন, আজ সেই খালেদা কোথায়? বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয় খালেদা জিয়ার। রায় ঘোষণার পর তাকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে পাঠনো হয়।
জনসভায় শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করি। আর বিএনপি কী করেছে? আপনাদের মনে আছে, ২০১৫ সালে ওই খালেদা জিয়া তার অফিসে বসে বলল, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে সে ঘরে ফিরবে না। আর আগুন দিয়ে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি পোড়ালো। পাঁচশ’র কাছাকাছি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তিন হাজারের উপর মানুষকে আগুনে পুড়িয়ে আহত করেছে। আর লুটপাট করেছে। আজকে তিনি কোথায়?’
তিনি বলেন, ‘মানুষের উপর অত্যাচার করলে আল্লাহর আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ওই বিচার এমনিতেই হয়। ওই বিচারই হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা চুরি করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ধরা পড়েছে, আজ রায় হয়েছে। লজ্জা থাকলে তারা আর কোনো দিন দুর্নীতি করবে না।’
তিনি বলেন, লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টিকারী এবং এতিমের টাকা যারা লুটে খায়, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। তারা ক্ষমতা আসা মানেই দেশকে ধ্বংস করে দেয়া। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।
এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের মাঝে আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবা-মা-ভাইয়ের স্নেহ। তাই আপনাদের কাছে ওয়াদা চাই। আপনারা ওয়াদা করেন- আগামীতে নৌকায় মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়জুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনরা হাত তুলে ওয়াদা করেন।’
এসময় জনসভায় উপস্থিত জনতা হাত তুলে ভোট দেয়ার ওয়াদা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ, আবার দেখা হবে। আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে- এই বরিশালে।
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭