জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া চক্রে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম অফিস সহায়ক নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ততায় এর আগে গ্রেফতার তিনজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ও অন্যদের জিজ্ঞাসাবাদে নাজিমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ নিয়ে পরিচয়ত্রপত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের চার কর্মচারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হল।
এরআগে, মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী আবুল খায়ের ভূঁইয়া (৪৫) ও মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেনকে (৪৫) নিজ কর্মস্থল থেকে আটক করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট।
আজকের বাজার/লুৎফর রহমান