এনআরবি কমার্শিয়ালের ব্যবস্থাপনা পরিচালক অপসারণ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের(এনআরবিসি) ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবর রহমানের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অপসারণ করা হয়েছে তাঁকে।

সেই সঙ্গে আগামী দুই বছর  কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যোগদানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক থেকে এনআরবিসিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

আজকের বাজার:এসএস/এলকে ৬ ডিসেম্বর ২০১৭