এনইউতে ট্যুরিজম বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার

বিশ্বব্যাপী পর্যটন শিল্পের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশে পর্যটন শিক্ষার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার পর্যটন নগরী কক্সবাজারে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালার মূল শ্লোগান হচ্ছে ‘শিক্ষায় পর্যটন, কর্মসংস্থান ও উন্নয়ন।’ কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পর্যটন র‌্যালি, র‌্যালি শেষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কর্মশালা অনুষ্ঠান, শিক্ষার্থীদের হোটেল-মোটেল পরিদর্শন, সমুদ্র সৈকত ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মশালা ও র‌্যালিতে ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ের ৯টি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর- রশিদ।

আরএম/