এনইউ`র ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ ২২ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও  সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন  ও ২য় মেধা তালিকা আগামী ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

এসএমএস এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক পাস-এর ক্ষেত্রে  (nuatdgroll no   ও সম্মান প্রফেশনাল-এর ক্ষেত্রে  (nuathproll no) লিখে ১৬২২২ নম্বরে  Send করে এবং একই দিন রাত ০৯.০০ টা থেকে ওয়েবসাইটেwww.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে।

আরএম/