এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটিরি সভা ৯ এপ্রিল

পুঁজিবাজারেরর তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটিরি সভা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা ১০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৮ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ফান্ডটি ২০১৭ সালে শেয়াহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। এর আগের বছর দিয়েছিলো ১৪ শতাংশ নগদ লভ্যাংশ। তার আগের বছর দিয়েছিলো ১৩ শতাংশ নগদ লভ্যাংশ।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৭৮ শতাংশ ইউনিট রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ২৬ শতাংশ ইউনিট রয়েছে।

রাসেল/