জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রায় সবচেয়ে বড় শোভাযাত্রা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭৬ নং আদেশবলে জাতির পিতা এনবিআর প্রতিষ্ঠান করেন। প্রতিষ্ঠার ৪৫ বছর পর প্রতিষ্ঠানটি কৃতজ্ঞতার হিসেবে সবচেয়ে বড় শোভাযাত্রার আয়োজন করলো। আজ শনিবার দুপুরে এনবিআরের সামনে থেকে পৃথকভাবে শোভাযাত্রাটি শুরু হয়। এতে এনবিআর শুল্ক, মূসক ও আয়কর বিভাগের সকল অফিসের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। এছাড়া ঢাকার বাইরে এনবিআরের সকল অফিসের কর্মকর্তা-কর্মচারিরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা ৭ মার্চের ভাষণ ও উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরা হয়।
এর আগে সরকারের নির্দেশে ২২ নভেম্বর এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-২) সেলিনা খাতুনের সইকৃত আদেশে সকল অফিসকে শোভাযাত্রায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’-এর মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য লাভ করায় ২৫ নভেম্বর এনবিআর ও এর অধীনস্থ মাঠ পর্যায়ের আয়কর, শুল্ক ও মূসক বিভাগের সকল জেলা, উপজেলা অফিস দিনটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পালন করে।
আনন্দ শোভাযাত্রায় স্ব স্ব অফিস আয়োজন করে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ ও সন্ধ্যায় লেজার শো উপভোগ করবেন।
এ নির্দেশনা অনুযায়ী এনবিআর ও এনবিআরের সকল অফিস আজ শনিবার ৭ মার্চের ভাষণ সম্বলিত ব্যানার, রাজস্বের মাধ্যমে যেসব উন্নয়ন হচ্ছে তার সচিত্র ফেস্টুন, প্লে-কার্ড নিয়ে এনবিআরের সামনে জড়ো হয়।
সেখান থেকে সারিবদ্ধ হয়ে কর্মকর্তা-কর্মচারিরা সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।এনবিআরের প্রতিটি কর অঞ্চলের কর কমিশনার, ভ্যাট কমিশনারেটের কমিশনার ও কাস্টমস হাউসের কমিশনার শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন জেষ্ঠ্য কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় আনন্দ শোভাযাত্রায় এনবিআর অংশ নিয়েছে। ভাবতে খুবই ভালো লাগছে জাতির পিতার হাতে গড়া প্রতিষ্ঠান জাতির পিতা ৭ মার্চের স্বীকৃতির শোভাযাত্রায় অংশ নিয়েছে। শুধু অংশ নেওয়া নয়; জনগণের করের টাকায় যেসব উন্নয়ন হচ্ছে তা শোভাযাত্রার ব্যানার, ফেস্টুনে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। আলাদা ব্যাচ, পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিতে পেরে কর্মকর্তা-কর্মচারিরা গর্বিত।
আজকের বাজার: সালি / ২৫ নভেম্বর ২০১৭