এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি

করদাতাদের হয়রানি করলে কর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।

আজ রোববার সকালে সেগুন বাগিচায় কর অঞ্চল ৮-এ আয়োজিত এনবিআর এর হালখাতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ট্যাক্স কার্ড প্রাপ্তদের বিভিন্ন সুবিধা দেয়ার চেষ্টা চলছে। এবারের বাজেটে ব্যবসাবান্ধব দিকনির্দেশনা থাকবে উল্লেখ করে তিনি বলেন, সবাই সঠিকভাবে আয়কর দিলে ব্যবসার পরিধি বাড়বে।

সেগুনবাগিচার কর অঞ্চল ৮ এ সকাল থেকে করদাতারা অগ্রিম এবং বকেয়া কর পরিশোধ করছেন। রাজস্ব হালখাতা উপলক্ষে করদাতাদের জন্য রয়েছে দেশীয় খাবারের ব্যবস্থা।

বাংলাদেশের সব কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট এবং ভ্যাট কমিশনারের অফিসে সারাদিন এ হালখাতা উৎসব চলবে।

এস/