এনবিআর চেয়ারম্যান হচ্ছেন মোশাররফ হোসেন ভূঁইয়া

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। যে কোনো সময় তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপণ জারি করা হতে পারে বলে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে গতকাল জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, প্রস্তাবনায় বাণিজ্য সচিব, বিদ্যুৎ সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নাম রয়েছে। এদের কেউ নিয়োগ পেতে পারেন। অর্থমন্ত্রী বলেন, এদের যে কেউ নিয়োগ পাবেন।

তবে সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর।

আজকের বাজার : এলকে/ ৩১ ডিসেম্বর ২০১৭