এনভয় টেক্সটাইলের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ট  (বোনাস)  দেয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার, ১১ অক্টোবর কোম্পানির কর্পোরেট অফিসে পরিচালনা পর্ষদের সভায় ২৩তম এজিএম ও রেকর্ড ডেট নির্ধারন করা হয়। এসময় শেয়ার হোল্ডারদের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়। কোম্পানি সুত্রে জানা গেছে।

৩০ জুন ২০১৮ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২টাকা ১ পয়সা। শেয়ার প্রতি নীট সম্পদ হয়েছে ৩৮টাকা ১পয়সা।

আগামী ২০ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৪ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

জাকির/আজকের বাজার