পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড – ১ এর ট্রাস্টি কমিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ফান্ডটির ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভা থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য এ ডিভিডেন্ডের ঘোষণা আসে। আগামী ৭ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।
এসময় ফান্ডটির ইপিইউ হয়েছে ৬৫৪০ পয়সা । যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৭ পয়সা। ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬,৫৪০ পয়সা যা গত বছর একই সময়ে ছিল ১১ টাকা ১৭ পয়সা।
উল্লেখ্য, কর্পোরেট ঘোষণার জন্য ফান্ডটির লেনদেনে আগামীকাল ১৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার কোন প্রাইজ লিমিট থাকবে না।
আজকের বাজার/মিথিলা