এনসিসি ব্যাংকের চেয়ারম্যান হলেন নূরুন নেওয়াজ সেলিম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

নূরুন নেওয়াজ সেলিম দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি ইলেক্ট্রোমার্ট লি. ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লি. এর চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লি. এর সাবেক চেয়ারম্যান।

তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্বও। ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য তিনি। এছাড়া ফেনীতে মৌলভী শামসুল করিম কলেজ, নূরুন নেওয়াজ হাই স্কুল, শাহিদা নেওয়াজ কিন্ডার গার্টেন স্কুল, আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী শামসুল করিম মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এ ব্যবসায়ী ও উদ্যোক্তা।

তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন।

আজকের বাজার: এলকে/এলকে ১ আগষ্ট ২০১৭