এনালগে ভোট হওয়ার সুযোগ নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আধুনিক প্রযুক্তিকে সমর্থন করে (ইভিএম)। আমরা ইভিএমের পক্ষে। এখন এনালগে থাকার সুযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় আশুগঞ্জ নদীবন্দর, সরাইল দারখার আখাউড়া স্থলবন্দর সড়ককে চারলেন প্রকল্পের বাংলাদেশ-ভারত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কাদের বলেন ,ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। এই নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। সব জায়গায় ইভিএম পুরোপুরি ব্যবহার নাও হতে পারে। কোথাও কোথাও আংশিক হতে পারে। তবে সেটি ঠিক করা কমিশনের বিষয়। তাদের নিজস্ব স্বাধীনতা আছে, কোনটা করবে আর করবে না সেই বিষয় তাদের।

বিএনপির পক্ষ থেকে ব্যালট পেপারে ভোট করার দাবি করে নির্বাচন পিছানোর আহবান জানানো হয়েছে- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। নতুন করে তারিখ পেছানো হলে নির্বাচন নিয়ে ধোয়াশা হবে। সব প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন আবার নির্বাচনের তারিখ পেছানোর কোনো যৌক্তিকতা নেই।

ওবায়দুল কাদের বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক নতুন যাত্রা শুরু হলো এই চুক্তি স্বাক্ষর মধ্যে দিয়ে।

আজকের বাজার/এমএইচ